গ্রাম আদালত বলতে গ্রামাঞ্চলের কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র দেওয়ানী ও ফৌজদারী বিরোধ স্হানীয়ভাবে নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয় সেই আদালতকে গ্রাম আদালত বলে। মূলত ১৯৭৬ সালে প্রণীত হয় গ্রাম আদালত অধ্যাদেশ।তবে পরবর্তীতে ২০০৬ সালের ০৯ মে কার্যকর হয় এই আদালত আইন। ৫ জন প্রতিনিধির সমন্বয়ে গ্রাম আদালত গঠিত হয় । এরা হলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবেদনকারীর পক্ষের ২ জন প্রতিনিধি (১ জন ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ১ জন গণ্যমান্য ব্যক্তি) প্রতিবাদীর পক্ষের ২ জন প্রতিনিধি (১ জন ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ১ জন গণ্যমান্য ব্যক্তি)।গ্রাম আদালতের এখতিয়ার সম্পূর্ন মামলা অন্য কোন আদালত গ্রহন করতে পারে না। গ্রাম আদালতে মামলা করলে কোন আইনজীবির প্রয়োজন হয় না। যার কারনে মামলা দীর্ঘ্যস্থায়ী হওয়ার কোন সুযোগ নেই।স্থানীয় ইউপি সদস্য এবং গন্য মান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বিচার অনুষ্ঠিত হয় বলে এখানে মিথ্যা সাক্ষী দেওয়ার কোন সুযোগ থাকে না।
কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নে
সপ্তাহের প্রতি বুধবার গ্রাম আদালত পরিচালনা করা হয়।